ধানের শীষের সমর্থনে রাণীনগরে বিএনপি’র গনসংযোগ ও পথসভা
প্রকাশিত : 07:54 PM, 11 October 2020 Sunday

আসন্ন নওগাঁ-৬(আত্রাই রাণীনগর) আসনের উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু’র সমর্থনে রবিবার সকাল রাণীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের,বিএনপি’র উদ্যোগে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে,গনসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের বিএনপি’র এমপি পদপ্রার্থী আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মো.শরিফুল ইসলাম,বাঁধন,জামিল হোসেন,সুমন আহমেদ,সিরাজুল ইসলাম,মনোয়ার হোসেন,রফিকুল ইসলাম সহ নওগাঁ জেলা,রানীনগর ও আত্রাই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী সমর্থকবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।