দৌলতপুরে অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই
প্রকাশিত : 01:20 AM, 23 December 2020 Wednesday

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রয়াত আজিজুল হক আজুর বসত ঘর। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পার্শ্ববতী স্বরুপপুর গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘর ও বসত ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও আগুনে পুড়ে ভষ্মিভূত হয় বসত ঘরের সব আসবাবপত্র সহ অন্যান্য সম্পদ। আগুনে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।