দল বেঁধে ধর্ষণ ও ভিডিও ফাঁস, ৪ জন আটক
প্রকাশিত : 02:15 AM, 8 October 2020 Thursday

সাভারের আশুলিয়ায় দুই কিশোরীকে দলবেধে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে কিশোর গ্যাংয়ের দলনেতা সারুফসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। কিশোর গ্যাং নিজেদের মধ্যে দ্বন্ধের জের ধরে তাদের ধারন করা ধর্ষণের ভিডিও ফাঁস করে দেয়া হয়। সেই ঘটনার সূত্র ধরেই পুলিশ অভিযান চালিয়ে বুধবার (৭ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকা থেকে তাদের আটক করে।
এর প্রায় ৩৫ দিন আগে গত ৩০ আগষ্ট আশুলিয়ার ভাদাইলের পবনার টেক এলাকায় প্রতিবেশি দুই তরুণকে নিয়ে দুই কিশোরী বান্ধবী বেড়াতে যায়। পরে কিশোর গ্যাং সারুফের নেতৃত্বে ১০ থেকে ১২ জন কিশোরীদের সঙ্গে থাকা ওই দুই তরুণকে বেদড়ক মারধর করে তাড়িয়ে দেয়। পরে দুই কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করে। কিশোর গ্যাংয়ের দলনেতা সারুফের বাবা আকরাম হোসেন বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। অন্য দিকে ধর্ষকদের হুমকিতে ভয়ে এক কিশোরি তার নিজ গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় সারুফ। তার সহযোগিতা জাকির, রাবিক, আলামিন, ডায়মন আলামিন, রেদওয়ান ও জিদানসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত। মুলত কিশোর গ্যাং এর নিজেদের মধ্যে দ্বন্ধের জের ধরে তাদের ধারন করা ভিডিও ফাঁস করে দেয়া হয়। সেই ঘটনার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগী এক কিশোরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ও সেই হামলার শিকার দুই তরুণকে শনাক্ত করেছি। তবে এক কিশোরী না দুইজনই ধর্ষণের শিকার হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তাদের সঙ্গে ও তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলছে। এ ঘটনা বাকীদের আটকের অভিযানও অব্যহত রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।