দলে মালিঙ্গা না থাকায় আক্ষেপে পুড়ছেন রোহিত
প্রকাশিত : 10:21 AM, 20 September 2020 Sunday

আইপিএলের ত্রয়োদশ আসরের প্রথমদিনেই শনিবার মাঠে নামবে দুই হট ফেভারিট চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচ খেলতে নামার আগে আক্ষেপে পুড়ছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। কারণ, এবারের আসরে দলের সেরা অস্ত্র লাসিথ মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই শিবির। অধিনায়ক রোহিতের কণ্ঠে তাই ফুটে উঠেছে, এই ঘাটতি পূরণ হওয়ার নয়।
এবার ব্যক্তিগত কারণে দলে না থাকা ৩৭ বছরের মালিঙ্গাকে নিয়ে অধিনায়ক রোহিত বলেন, ‘তার (মালিঙ্গা) ঘাটতি পূরণ করা সহজ নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ জয়ী বোলার তিনি। অনেকবারই আমি বলেছি, যখনই আমরা কোনো ধরণের বিপদে পড়ি, মালিঙ্গাই সবসময় আমাদের উদ্ধার করেছে। তার অভিজ্ঞতা এবার আমরা মিস করব।’
মালিঙ্গার বদলে এবার অজি পেসার জেমস প্যাটিনসনকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মালিঙ্গার সঙ্গে কারো তুলনা সম্ভব নয় জানিয়ে রোহিত আরও যোগ করেন, ‘আমাদের দলে প্যাটিনসন, কুলকার্নি, মহসিন খান আছে, ওদের কাউকে মালিঙ্গার বদলে খেলানোর কথা ভাবছি আমরা। তবে মুম্বাইয়ের হয়ে মালিঙ্গা যা করেছে, তার কোনো তুলনা হয় না। মুম্বাইয়ের হয়ে সে যা করেছে, তা অবিশ্বাস্য। আমাদের দুর্ভাগ্য যে সে এবার নেই।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।