তালা ভেঙে হলে ঢুকলেন ঢাবি শিক্ষার্থীরা
প্রকাশিত : 06:18 PM, 22 February 2021 Monday

এবার তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ঢুকেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে হলে অবস্থান নিয়ে হল খুলে দেওয়ার দাবিতে শ্লোগান দেন তারা।
আজ সোমবার দুপুরে হল গেটের তালা ভেঙে তারা প্রবেশ করেন।
এ বিষয়ে প্রাধ্যক্ষ ড. সৈয়দ হুমায়নু আখতার বলেন, আমি বিষয়টা শুনেছি। প্রক্টরের সঙ্গে কথা বলে সব বিষয় জানাচ্ছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।