তালশাস কাটা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
প্রকাশিত : 10:18 AM, 17 May 2021 Monday

বাগেরহাটে সদর উপজেলায় তালশাস কাটা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য ফজলু তরফদার (৬০) নিহত হয়েছেন।
রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার বিকালে উপজেলার ডেমা গ্রামের মিঠাপুকুরের দক্ষিণপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলু তরফদার সদর উপজেলার ডেমা গ্রামের আশাব তরফদারের ছেলে।
নিহতের ছেলে গিয়াস তরফদার বলেন, স্থানীয় দেলোয়ার গাজীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। আমার বাবা রোববার বিকালে জমির একটি তালগাছের শাস কাটতে গেলে দেলোয়ার গাজী ও তার ছেলে আব্দুল্লাহ গাজীসহ আরও কয়েকজন বাধা দেয়।
এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে দেলোয়ার গাজী, ছেলে আব্দুল্লাহ গাজী ও তাদের সহযোগীরা আমার বাবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে ফেলে রেলে রেখে চলে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে তিনি মারা যান। তাদের হামলায় আমার বাবা মারা গেছেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ জানান, বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে তালশাস কাটা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। এদের মধ্যে ফজলু তরফদার পরে মারা যান। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হতাহতের ঘটনা ঘটে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।