তানোরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত : 07:07 PM, 30 September 2020 Wednesday

রাজশাহীর তানোরে উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপজেলা হল ঘরে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অপরদিকে এর আগে জাতীয় কন্যা দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে উপজেলা হল ঘরে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার প্রমুখ। এছাড়াও এদিন বিকেলে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার মাহালীপাড়া আদিবাসি পল্লী পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় সাংসদের পক্ষ থেকে আদিবাসি পল্লীর বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।