ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
প্রকাশিত : 05:16 PM, 29 June 2021 Tuesday

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর/গ্রহণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের তিতাস হল রুমে সমিতির অন্তর্বর্তীকালীন সভাপতি মো. রিয়াজুল কবীরের সভাপতিত্বে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ প্রোগ্রামে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম. হারুনুর রশিদ, বীর প্রতীক (অব:) নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে এবং আজম আলী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কমিটির বাকি সদস্যগণ হলেন সহ সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মো. আমিনুল হক এবং কোষাধ্যক্ষ এটিএম খুরশিদ আলম।কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. আবদুর রহিম, মো. আবুল হাছান, মেছবাহ উদ্দিন, খুরশিদা বানু, মো. সাইফুল আলম রতন, মো. জহিরুল করিম এবং মো. বোরহান উদ্দিন সিকদার প্রমুখ। এসময় সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।