টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায়
প্রকাশিত : 03:00 PM, 25 October 2020 Sunday

ঘরে কি টিকটিকির উপদ্রব বেড়েছে। বিষয়টি নিয়ে কী আপনি অস্বস্তিতে আছেন। চিন্তার কিছু নেই ঘরোয়া উপায়ে তাড়াতে পারেন টিকটিকি।
আসুন জেনে নেই টিকটিকি তাড়ানোর ঘরোয়া উপায়-
১. রসুনের কয়েকটি কোয়া জানালা বা ভেণ্টিলেটরের ভেতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে। চাইলে রসুনপানিও ছিটাতে পারেন। এর জন্য পানির সঙ্গে খানিক রসুনের রস মিশিয়ে নিন।
২. ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।
৩. ঘরের যেখানে টিকটিকি থাকে, সেখানে নেপথালিন বল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে। শুধু টিকটিকি নয়, আরও নানা পোকা থেকে এটি রক্ষা করবে।
৪. টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি ঠাণ্ডায় জমে গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।