টানা ৪ দিন দেশে করোনায় মৃত্যুশূন্য, ২ বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত’’
প্রকাশিত : 08:10 PM, 27 March 2022 Sunday

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে টানা চারদিন মৃত্যুশূন্য রইলো দেশ।
রবিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালের ৬ এপ্রিল ৪১ জন শনাক্ত হয়েছিল। তারপর কখনো দৈনিক করোনা শনাক্তের সংখ্যা এর নিচে নামেনি।
এদিন শনাক্তের হার ০ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে। দেশে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।