টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিত : 05:59 PM, 18 November 2020 Wednesday

বুধবার টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বিপুল পরিমান তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না।
টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র ইকবাল হোসেন জনকন্ঠকে জানান, প্রথমে একটি তুলার গোডাউনে আগুন লেগে মূহুর্তে তা আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্হলে ছুটে আসে। ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তুলা ব্যবসায়ীরা জানান, ক্ষয়ক্ষতির পরিমান ২০/২২ লাখ টাকা ছাড়িয়ে যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।