ঝিনাইদহে শৈলকুপায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশিত : 07:36 PM, 10 October 2020 Saturday

ঝিনাইদহের শৈলকুপা থেকে কাসেম বিশ^াস নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ী গ্রামের মেহগণি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মনসুর বিশ^াসের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে সকাল ১১টার দিকে একটি মেহগনি বাগানের মধ্যে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনার কারণ এখনও পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।