ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত : 12:52 AM, 13 September 2020 Sunday

ঝিনাইদহ শহরের পৌর এলাকার গোপিনাথপুর গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি মারা যায়। আব্দুল্লাহ সদর উপজেলার গোপীনাথপুর (মধ্যপড়া) গ্রামের তারিক হোসেনের ছেলে।
এলাকাবাসীরা জানায়, শিশু আব্দুল্লাহ মায়ের কাছে ছিল। হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পাশে মিল্টন বিশ্বাসের পুকুর পাড়ে একটি তাল গাছের নিচে তাল কুড়াতে যায়। তখন শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। শনিবার দুপুরে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এসে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।