ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
প্রকাশিত : 08:08 PM, 13 November 2020 Friday

ঝিনাইদহের মহেশপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সবুজ হোসেন (২৫) ও মাসুম হোসেন (৩৫) নামে দুই জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা সাজিয়া গ্রামে গরুভর্তি পিকআপ ভ্যান উল্টে ও খালিশপুর বাজারে বাসচাপায় এই নিহতের ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন কোটচাঁদপুরের আবুল হোসেনের ছলে ও মাসুম হোসেন জীবননগরের আব্দুল লতিফের ছেলে।
মহেশপুর থানার ওসি জানান, শুক্রবার সকালে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা সাজিয়া গ্রামের রাস্তায় গরুভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই সবুজ হোসেন নামে একজন নিহত হয়। অপর ঘটনা খালিশপুর বাজারে বাসচাপায় পথচারী মাসুম হোসেন নামে আরো একজন নিহত হয়। এসব ঘটনায় ইউডি মামলা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।