জেলা পরিষদ চেয়ারম্যানের সুস্থতা কামনায় বকশীগঞ্জে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
প্রকাশিত : 08:17 PM, 8 October 2020 Thursday

জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় বকশীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দুপুরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা জামে মসজিদে জোহর নামাজ বাদ ওই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা জামে মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সাধুরপাড়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মুসল্লিরা বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অপরদিকে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজার জামে মসজিদেও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সম্প্রতি অসুস্থ্য হয়ে পড়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীকে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।