জার্মানিতে গাড়িচাপায় শিশুসহ নিহত ৫ পথচারী
প্রকাশিত : 07:28 PM, 2 December 2020 Wednesday

জার্মানির ত্রিয়ার শহরে এক মাতাল চালক পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে ৯ সপ্তাহের এক মেয়ে শিশুসহ পাঁচজন মারা গেছেন।
পুলিশ ৫১ বছর বয়সী ওই মাতাল চালককে গ্রেফতার করেছে। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, এটি কোনো ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসী ঘটনা নয়, এটি একটি দুর্ঘটনা।
অবশ্য শহরটির মেয়র পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার এ ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করেছেন।
পুলিশের মুখপাত্র কার্ম পিটার জোচেম জানান, স্থানীয় সময় মঙ্গলবার বেলা পৌনে ২টায় মাতাল ওই চালক পথচারীদের হাঁটার রাস্তার ওপর দিয়ে প্রায় এক কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে থামায় এবং গ্রেফতার করে।
নিহতদের মধ্যে আছেন ২৫, ৫২ ও ৭০ বছরের তিন নারী এবং পৌনে দুই মাসের মেয়ে শিশু ও তার বাবা (৪৫)।
শিশুটির মা ও এক বছর বয়সী ভাইকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।