জরিমানার মুখে টুইটার
প্রকাশিত : 09:07 AM, 4 April 2021 Sunday

রাশিয়ায় জরিমানার মুখে পড়েছে টুইটার। প্রতিষ্ঠানটিকে ৩২ লাখ রুবল জরিমানা করেছে রাশিয়ান আদালত। কর্তৃপক্ষের নিষিদ্ধ করে দেয়া কনটেন্ট মুছতে ব্যর্থ হওয়ায় জরিমানা দিতে হলো টুইটারকে। রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, শুক্রবার জরিমানাটি করেছে রাশিয়ান আদালত। ডলারে হিসাব করলে জরিমানার অর্থ এসে দাঁড়ায় ৪২ হাজার ১১ ডলার ২৯ সেন্টে। সচরাচর টুইটারের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যে পরিমাণে জরিমানা করা হয়, সে তুলনায় এ জরিমানার অঙ্ক তেমন বড় কিছু নয়। মস্কো গত মাসে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রনির্ভর টুইটারকে রাশিয়ার অভ্যন্তরে ধীরগতির করে দেয়া হয়েছে। মার্চের ১৬ তারিখে প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করে দেয়ার হুমকিও দিয়েছিল রাশিয়া। দেশটির সরকার যে কনটেন্টগুলো নিষিদ্ধ করেছে, সেগুলোর মধ্যে শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে মাদক অপব্যবহারের মতো কনটেন্ট রয়েছে। -ইয়াহু নিউজ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।