জগন্নাথপুরে পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার শপথ গ্রহণ
প্রকাশিত : 06:39 PM, 1 November 2020 Sunday

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মশিউর রহমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া কে শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, সদস্য সৈয়দ মাছুম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ্য গত ১০ অক্টোবর জগন্নাথপুর পৌর সভার মেয়র শুন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া মেয়র নির্বাচিত হন।##
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।