চারবারের বিধায়ক থাকেন ঝুপড়ি ঘরে
প্রকাশিত : 06:49 PM, 19 November 2020 Thursday

গণমানুষের নেতা। চার-চারবারের নির্বাচিত বিধায়ক তিনি। কিন্তু বাস করেন ঝুপড়িতে। এখনও বর্ষায় ঘরের চাল দিয়ে পানি পড়ে। কোনো মতে চলে সংসার। গল্পের মতো মনে হলেও এটাই সত্য। ঘটনাটি ভারতের বিহারের বিধায়ক বাম রাজনীতিবিদ মেহবুব আলমের। তার দুই ছেলেমেয়েও পড়াশোনা করেন সরকারি স্কুলে। তার এই সাদামাটা জীবনযাপন তার বিজয়ের মূলমন্ত্র বলে মনে করছেন অনেকে। ভারতের সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্য বিহার। তবে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী ৮১ শতাংশ প্রার্থীই কোটিপতি। কিন্তু ব্যতিক্রম শুধু মেহেবুব। দ্য হিন্দু
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।