গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : 02:40 PM, 11 September 2020 Friday

রাজধানীর গুলশান-১ এর গুলশান শপিং সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৩টা ২০ মিনিটে গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
মাহমুদুল হক আরও বলেন, গুলশান শপিং সেন্টারের ছয়তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।