গাংনীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
প্রকাশিত : 01:18 AM, 13 October 2020 Tuesday

গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১১ টায় উপজেলার নওদামটমুড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, কাজিপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২১) ও আমিরুল ইসলামের ছেলে নাজমুল হুদা বল্টু (৩৪)। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,নওদামটমুড়া গ্রামের মধ্যে দিয়ে ইজিবাইক যোগে দু’জন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা স্কুলব্যাগ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।