খুলনায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
প্রকাশিত : 03:59 PM, 18 April 2021 Sunday

খুলনায় সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে নগরীর খালিশপুরের কাশিপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লিটন কাশিপুর বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা সোবহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে লিটনকে কয়েকজন ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে লিটন ও আমিন নামে দুইজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত লিটন ও আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।