কেশবপুরে কন্ঠ শিল্পি মিন্টু পারভেজর আত্ন হত্যা
প্রকাশিত : 09:17 PM, 14 October 2020 Wednesday

কেশবপুর শহরের গমপট্টি এলাকার বাসিন্দা মিন্টু পারভেজ (৩০) নামে এক ব্যান্ড সঙ্গিত ও কন্ঠশিল্পী ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-৪৫ তাং-১৩-১০-২০। থানা , এলাকাবাসী ও হাসপাতাল সত্র জানায়, কেশবপুর শহরের গমপট্টি এলাকার চায়ের দোকান দার ইবাদত ইসলামের ছেলে মিন্টু পারভেজ (৩০) নিজ বাসায় গলায় রশি দিয়ে ঝুলতে থাকে। তাকে সেখান থেকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহে মিন্টু এঘটনা ঘটিয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।