কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য সরকার
প্রকাশিত : 06:21 AM, 6 June 2021 Sunday

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়তে চলেছেন সৌম্য সরকার।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের কোনোটির জন্য জন্যই তার নাম সুপারিশ করা হয়নি।
আলোচনা করেই এবার চুক্তিতে সৌম্যকে রাখা হয়নি বলে এক গণমাধ্যমকে তথ্য দিয়েছে জাতীয় দল নীতিনির্ধারণী সূত্র।
সর্বশেষ চুক্তিতে ৫০ ও ২০ ওভারের ফরম্যাট দুটিতে এ পেস বোলিং অলরাউন্ডারের নাম ছিল।
সৌম্যর জন্য দুঃসংবাদ এলেও সুসংবাদ পেতে চলেছেন পেসার তাসকিন আহমেদ।
সর্বশেষ চুক্তিতে ঠাঁই না পাওয়া এই ফাস্ট বোলার এবার দুই বলের চুক্তিতেই জায়গা পাচ্ছেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে যোগ দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সব ফরম্যাটের চুক্তিতে ফিরছেন।
এই তালিকায় আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
তবে মাহমুদউল্লাহ রিয়াদকে শুধু সাদা বলের চুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে।
আগামী বোর্ড সভায় বিসিবির কাছে এমনই খসড়া দাখিল করবে নীতিনির্ধারকরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।