কুড়িগ্রামের রৌমারীর খাটিয়ামারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১
প্রকাশিত : 02:13 PM, 21 November 2020 Saturday

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের গুলিতে এলাকার হাসিনুর রহমান নামে এক বাংলাদেশী মারা গেছে। মারা যাওয়া ব্যক্তি গরু চোরাকারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। সে খাটিয়ামারী এলাকার আবুল হোসেনের ছেলে ।
বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ভারতীয় গরু পাচারের উদ্দেশ্যে চোরাকারবারির দল গরু পাচারের সময় ভারতের বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলিতে হাসিনুর আহত হলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মারা যায়। পরে তার মরদেহ রৌমারী থানায় নেয় পুলিশ।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আজাদ জানান, তারা গরু পাচারের উদ্দেশ্যে গেলে বিএসএফ গুলি ছোড়ে। পরে সে হাসপাতালে মারা গেছে বলে শোনা গেছে। লাশ থানায় আছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।