কুষ্টিয়া মডেল থানাসহ তিন থানার ওসি রদবদল
প্রকাশিত : 05:53 PM, 13 September 2020 Sunday

কুষ্টিয়ার সদর মডেল থানাসহ তিনটি পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি থানায় রদবদল ও একটি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে তিন থানার ওসি পরিবর্তন করা হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দৌলতপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান মারা যান। এরপর থেকে সেখানে পদ খালি হয়। পরে গতকাল রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামকে দৌলতপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফাকে খোকসা থানায় বদলি করা হয়েছে। এছাড়া পিরোজপুর জেলার সরূপকাঠি থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।