কুষ্টিয়া নারীর শ্লীলতাহানি চেষ্টাকারী দুই যুবকের ৩ মাস করে কারাদণ্ড
প্রকাশিত : 10:53 PM, 25 October 2020 Sunday

কুষ্টিয়ায় নারীর শ্লীলতাহানি চেষ্টার দায়ে অপরাধ মূলক কর্মকান্ড করায় দুই জনের মোবাইল কোর্টে তিন মাসের সাজা দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
দোষীরা হলেন, সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের সাহাজ উদ্দিন এর পুত্র রাকিবুল ইসলাম সোহাগ (৩০) ও একই গ্রামের লোকমান এর পুত্র তুহিন হোসেন (২২)। তাদের দুজনকে ১৮৬০ এর দন্ডবিধি, ৩৫৪ ধারা অনুযায়ী তিন মাসের কারাদণ্ড হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৭৬।
ঘটনা সূত্রে জানা যায়, কুষ্টিয়ার আফসার উদ্দিন ফাজিল মহিলা মাদ্রাসার সামনে পার্কের গলিতে ২৫ অক্টোবর রবিবার সকাল আনুমান ১১ ঘটিকা সময় উক্ত আসামী দুইজন পথচারী এক মহিলার উপর আক্রমণ করে শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিরা সোহাগ ও তুহিনকে ধরে পুলিশকে সংবাদ দিলে দ্রুত কুষ্টিয়া মডেল থানায় খবর দেয়। পরে ওসি কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে এস আই আতিক ও সঙ্গীয় ফোর্স তাদের আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। এছাড়া আসামি দুজনকে মডেল থানার ওসি বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুনরায় এমন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত অবস্থায় আটক হলে আইনের কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।