কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন
প্রকাশিত : 12:08 AM, 24 December 2020 Thursday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা ইউনিটের উদ্দ্যোগে অসহায় হত দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা ইউনিটের কার্যালয় হতে কুষ্টিয়া জেলার সদর থানা ও পৌরসভার অন্তর্গত তিন শতাধিক অসহায়, গরীব ও দরিদ্র পরিবারের হাতে শীত নিবারনের জন্য এই কম্বল তুলে দেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম এবং রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ, সেলিম আহমেদ সেলিম আব্দুর রাজ্জাক বাচ্চুসহ আজীবন সদস্যগণ, যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের যুব সদস্য এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের ’ইউনিট অফিসার’ সাঈদ মো: শামীম রহমান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।