কুষ্টিয়ায় নতুন করোনায় আক্রান্ত ১৬ জন
প্রকাশিত : 12:35 AM, 12 September 2020 Saturday

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ১১ সেপ্টেম্বর ২০২০ মোট ১৮৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১১৮, চুয়াডাঙ্গা ২৫, ঝিনাইদহ ৩১ ও মেহেরপুর ১৪) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১০ জন, খোকসা উপজেলার ৪ জন ও দৌলতপুর উপজেলার ২ জনসহ কুষ্টিয়ায় মোট ১৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ৯ জন, ঝিনাইদহ জেলার ৫ জন ও মেহেরপুর জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ কোর্ট পাড়া ৩ জন, কালিশংকরপুর ১ জন, বানিয়া পাড়া ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, কেজিএইচ ২ জন ও চৌড়হাস ২ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ ইসলাম নগর ২ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ
থানা পাড়া ২ জন, বসোয়া ১ জন ও কমলাপুর ১ জন।
# এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩০২৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ২৫৬৬ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৬৪ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।
সূএঃডিসি অফিস কুষ্টিয়া।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।