কুষ্টিয়ায় অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই
প্রকাশিত : 08:17 PM, 1 October 2020 Thursday

আরিফুজ্জামান ইশান : কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের সোনাইডাংগা গ্রামে রাস্তার পাশে ছিনতাইকারীরা ইজিবাইক চালকে অজ্ঞান অবস্থায় প্রাইভেট কার থেকে ফেলে পালিয়া যায়।পরে রাস্তার পথচারিরা চালকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রাথমিক ভাবে সেবা যত্ন করে সুস্থ করেন। গাড়ির চালক একটু সুস্থ হয়ে তিনি বলেন আমি অটো ড্রাইভার আমার সাথে একদল ছিনতাই কারী মিল করে আমাকে হোটেলে খাবার খেতে নিয়ে যায় তার পরে আমার আর মনে পরে না।তবে আমরা পরিবার সুত্রে জানতে পারি যে ইজি বাইকের মালিকের নাম সাইদার ইসলাম পিতা মৃত্য আমজাদ খা বাড়ি মোল্লা তেঘরিয়া।তার ইজিবাকটি ঐ একই গ্রামের আকাশ(২০) পিতা ফরহাদের ছেলে ভারায় চালাতো।প্রতিদিনের মতো আজকেও রাস্তায় ভাড়ার জন্য আসলে ১০:৩০ আমার গাড়িটি ছিনতাইকারীরা ছিনতাই করে বলে আমি সাংবাদিকদের ফেজবুক স্টাটাস থেকে জানতে পারি।তার পরে ভালো করে খোজ নিয়ে খবর নিয়ে দেখী ঐ অজ্ঞান পাটির খপ্পরে পরা ছেলেটি আমার গাড়িটি ভারায় চালাতো।তবে এই বিষয়ে ইবি থানার এস আই সামাদ ও এস আই নাসির ও বিত্তিপাড়াবাজার বনিক সমিতির সভাপতি সাহিন ইসলাম এসে ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ইজি বাইকের চালককে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল প্রেরণ করেন ।এস আই সামাদ সাংবাদিকদেরকে বলেন এই বিষয়ে এখনো কোন মামলা করা হয় নি।তবে আমরা এর সঠিক তদন্ত করে মামলা কোরবো।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।