কুষ্টিয়ার তিন থানার ওসি রদবদল করেছে জেলা পুলিশ
প্রকাশিত : 02:55 AM, 29 October 2020 Thursday

আইন শৃঙ্খলা রক্ষার্থে জনস্বার্থে তিন থানার ওসির রদবদল করা হয়েছে।
বুধবার (২৮ আক্টোবর) কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের এক নির্দেশনায় এ বদলির বিষয়টি জানা যায়।
কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানকে খোকসা থানায়, খোকসা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে মিরপুর থানায় এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালামকে কুষ্টিয়া সদর থানায় বদলি করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত কুষ্টিয়ার তিন থানার ওসি রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।