কুশিয়ারা নদীতে ধরা পড়লো সাড়ে ৪ মন ওজনের বাঘাইড় মাছ
প্রকাশিত : 11:04 AM, 9 May 2021 Sunday

সিলেটের কুশিয়ারা নদীতে বাঘা মাছের সম্ভাবনাময় অভয়াশ্রম। কদিন পর পরই জেলেদের জালে ধরা পড়ে বিশালাকৃতির বাঘাইড় মাছ। এবার কুশিয়ারায় ধরা পড়লো সাড়ে ৪ মন ওজনের এই মাছটি। এটি সিলেটের বন্দরবাজারের লালবাজারে আনা হয় বিক্রির জন্য। গোটা মাছ বিক্রি না হলেও এটিকে কেটে কেজি ধরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ক্রেতা।
মাছটির বিক্রেতা বেলাল মিয়া জানান, ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে শুক্রবার রাতে জেলেদের জালে আটকা পড়ে এই বাঘ মাছ। শনিবার সকালে সিলেটের লালবাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়।
বাঘাইড় মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। মাছটির প্রতি কেজি দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।