কারাগারে মাদক সরবরাহ বন্ধসহ ৮ নির্দেশনা হাইকোর্টের
প্রকাশিত : 09:18 AM, 28 December 2020 Monday

দেশের কারাগারগুলোতে মাদকদ্রব্যের সরবরাহ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আট ধরনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এক আসামির ওকালতনামায় ডেপুটি জেলারের সই না থাকা নিয়ে গত ১৯ অক্টোবর হাইকোর্টের দেয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি রবিবার প্রকাশিত হয়েছে। ডেপুুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জনকণ্ঠকে বলেন, ১৯ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হয়। আর রবিবার তার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে। মোট ১৭ পৃষ্ঠার এই রায়ে ৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। ১৯ অক্টোবর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।