কলারোয়ায় গরীব শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত : 10:03 PM, 10 September 2020 Thursday

সাতক্ষীরার কলারোয়ায় কলারোয়ার এক গরীব-অসহায় কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে ভর্তি হওয়ার সুয়োগ অর্জন করায় কলারোয়ার কৃতি সন্তান কেয়াকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই আর্থিক সহয়তা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থী কেয়া পারভীন উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের গরীব-অসহায় তবিবার রহমানের কণ্যা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউএনও অফিস কার্যালয়ে মেধাবী শিক্ষার্থী কেয়ার হাতে ৫ (পাঁচ) হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও উপজেলা প্রকৌশলী নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপি’র শিক্ষার্থী কেয়ার অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।