করোনা ॥ ট্রাম্পের আইনজীবী রুডি গিলানি হাসপাতালে
প্রকাশিত : 06:57 PM, 8 December 2020 Tuesday

করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানি (৭৬) স্থানীয় সময় শনিবার ওয়শিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। টুইটারে সুস্থতা কামনাকারীদের ধন্যবাদ জানিয়ে গিলানি বলেন, ‘আশা করছি শীঘ্রই সুস্থ হয়ে যাবো। সম্প্রতি টুইটারে ট্রাম্প বলেন, নিউইয়র্র্কের সাবেক মেয়র রুডি গিলানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচনের বিরুদ্ধে লড়তে নিরলসভাবে কাজ করছেন। –বিবিসি, ডেইলি মেইল
ট্রাম্প আরও বলেন, তিনি চীনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্রুত সুস্থ হয়ে যাও, রুডি। এর আগে অক্টোবরে করোনা শনাক্ত হন ট্রাম্প। ট্রাম্প ও তার শিবির দীর্ঘদিন ধরেই করোনা ভাইরাস জনিত বিধি-নিষেধ অমান্য করে আসছে। গিলানি মার্কিন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে ট্রাম্পের প্রচারণা শিবিরের হয়ে মামলা লড়ছিলেন। গত সাতদিন নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে ছুটে গিয়েছেন আরিজোনা, মিশিগান, জর্জিয়া ও ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৪৬ লাখ করোনা শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লাখ ৮১ হাজার ২৩৪জন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।