করোনায় সুস্থ সাড়ে পাঁচ কোটির বেশি, মৃত্যুহার তিন শতাংশ
প্রকাশিত : 06:33 PM, 23 December 2020 Wednesday

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৮৩ লাখ ৬৬ হাজার দু’শ ৯৭ জন এবং মারা গেছে ১৭ লাখ ২৪ হাজার ৩৯ জন।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে পাঁচ কোটি ৫১ লাখ ২৮ হাজার পাঁচশ ৫৯ জন। বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ।
বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৫ লাখ ১৩ হাজার ছয়শ ৯৯ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ছয় হাজার তিনশ ৮৫ জন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে দুই কোটি ১৪ লাখ সাত হাজার তিনশ ১৪ জন।
সেই হিসাবে বর্তমানে গুরুতর অবস্থায় রয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে ৯৯.৫ শতাংশ করোনা রোগী।
সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।