করোনায় কারণে এবার নোবেল পুরস্কার অনুষ্ঠান স্থগিত
প্রকাশিত : 01:42 PM, 23 September 2020 Wednesday

করোনা মহামারির কারণে এবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানেও ছেদ পড়েছে। ঐতিহ্যগতভাবে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান সুইডেনের রাজধানী স্টোকহোমে অনুষ্ঠিত হয়ে থাকলেও এবার বিশ্বব্যাপী করোনা সংক্রমনের কারণে তা অনুষ্ঠিত হচ্ছে না। তবে সরাসরি অনুষ্ঠান আয়োজন করা না হলেও অনলাইনে অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে এ অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রথা অনুযায়ী প্রতিবছর ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের সুইডেনের রাজধানী স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। এবং অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দেয়া হয়ে থাকে। তবে করোনা মহামারির অবস্থা বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে, যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম করা হচ্ছে।
উল্লেখ্য, এ বছরের চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে নোবেল প্রাইজ অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।