এখন আরো বেশি ব্যস্ত হতে হবে :শ্রদ্ধা কাপুর
প্রকাশিত : 08:42 AM, 17 August 2020 Monday

দীর্ঘদিন পর আবারো ব্যস্ত হতে যাচ্ছে বলিউড পাড়া। এরইমধ্যে প্রায় সবাই নতুন কাজের খবর দিচ্ছেন। করোনা মহামারি এখনো শেষ না হলেও এরমধ্যেই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সবাই। কারণ অনেকদিন শুটিং বন্ধ থাকায় কয়েক শত কোটি টাকা লোকসান হয়েছে। এখন আরো বন্ধ থাকলে ক্ষতির পরিমান দিনদিন বাড়বে।
বলিউড তারকা শ্রদ্ধা কাপুর আবারো কাজে ফিরবেন বলে জানান, ‘অনেকদিন কাজের মধ্যে নেই। শুরুর দিকে বিশ্রাম ভালো লাগলেও এখন ভালো লাগছে না। মনে হচ্ছে এখন আরো বেশি ব্যস্ত হতে হবে। অনেকদিন এমন বসে থাকাটা কাজের মাধ্যমে ব্যালেন্স করতে হবে।’
জানা যায় তামিল জনপ্রিয় থ্রিলার সিনেমা ‘আদায়ি’র রিমেক করবে বলিউড। সেখানে আমারা পলের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এমনটাই জানা যায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।