একজন বিনয়ী মানুষ আজ অবসর নিলেন : ইমরুল
প্রকাশিত : 12:59 AM, 16 August 2020 Sunday

কোনো ইঙ্গিত না দিয়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হুট করেই। এক বছর ধরে তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। এ নিয়ে হাজারো কথা হলেও ধোনি কিছু বলেননি। অবশেষে আজ শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ক্যাপ্টেন কুল।
ধোনির এই বিদায়বেলায় তাঁর প্রতি সম্মান আর শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ধোনির সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘একজন বিনয়ী মানুষ এবং অসাধারণ ক্রীড়াবিদ মহেন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করেছেন। তাঁর সামনের দিনগুলো যেন সুন্দর কাটে সেই প্রত্যাশা করছি।’
ভারতের সফলতম অধিনায়ক হলেন ধোনি। জিতেছেন দুটি বিশ্বকাপ আর একটি চ্যম্পিয়নস ট্রফি। ৩৯ বছর বয়সী ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান আজ সন্ধ্যায় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ । ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে গ্রহণ করুন।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।