আসছে জয়ার নতুন ছবি
প্রকাশিত : 04:38 PM, 22 September 2020 Tuesday

করোনার গত ছয় মাসে বাসাতেই ছিলেন অভিনেত্রী জয়া আহসান। পুরোটা সময় সামাজিক মাধ্যমে ভীষণ সরব। থেকেছেন আলোচনাতেও। তবে এরমধ্যেই শেষ করেছেন পুরো একটি চলচ্চিত্র। কিন্তু তা নিয়ে ‘টু’ শব্দটিও করেননি এ তারকা। এবার জানালেন ছবিটি নিয়ে।
নাম ঠিক না হওয়া এ কাজটি জয়া করেছেন জুন মাসে। প্রথমে শর্টফিল্মের পরিকল্পনা থাকলেও কাজ করতে গিয়ে সেটা বিস্তৃত হয়ে ফিচার ফিল্মে রূপ নিয়েছে। এটি তৈরি করেছেন নির্মাতা পিপলু আর খান। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘হাসিনা: আ ডটার’স টেল’ নির্মাণ করেছিলেন।
জয়া আহসান বলেন, ‘‘প্যানডেমিকের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্টফিল্ম বানিয়ে ফেলি।’ তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেল! প্যানডেমিকের মধ্যে একটা ছবি শুট করবো তার উত্তেজনাটাই আসল। এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, ‘চলেন করে ফেলি’- এভাবেই কাজটি করা।’
অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মস, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়ার সঙ্গে জয়ার প্রযোজনা সংস্থা সি-তে সিনেমা এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে।জয়া আহসান
আপাতত তথ্য এটুকুই। নিজে প্রযোজক হলেও পরিচালকের অনুরোধে গল্পের রহস্যটা ধরে রেখেছেন। জয়ার মতে, ‘বেশি বলা বারণ। আমার আগামী ছবির আগমনী বার্তা এটুকুই।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।