আসছে গুগলের নিজস্ব ভিপিএন
প্রকাশিত : 02:25 PM, 2 November 2020 Monday

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল গ্রাহকের জন্য নিজস্ব ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সেবা চালু করার পরিকল্পনা করছে।
‘গুগল ওয়ান’ ক্লাউড স্টোরেজ সেবার আওতায় নির্দিষ্ট নিবন্ধন পরিকল্পনায় ফিচারটি চালু করবে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভিপিএন নিয়ে পরিকল্পনার বিষয়টি সামনে এনেছে গুগল।
গ্রাহককে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে সেবাটি চালু করা হবে বলে গুগলের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে। অনেক দেশেই বিশেষ কিছু সাইট এবং সেবা নিষিদ্ধ করে থাকে সরকার। ভিপিএন ব্যবহারের মাধ্যমে ওই বাধা এড়িয়ে সাইট এবং সেবাগুলো ব্যবহার করতে পারেন গ্রাহক।
গুগল জানিয়েছে, সামনের কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল ওয়ান সেবা নেয়া অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে। কয়েক মাসের মধ্যে অন্যান্য দেশ এবং আইওএস, উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্যও ফিচারটি চালু করবে প্রতিষ্ঠানটি।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন দুই টেরাবাইট গুগল ওয়ান ক্লাউড ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যান্ড্রয়েডভিত্তিক এ ভিপিএন সেবা ব্যবহার করতে পারবেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।