আল–আকসার হোটেলের ছাদে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত : 07:18 AM, 3 May 2021 Monday

রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত যুবকের নাম মো. রুবেল (২৬)। তিনি নোয়াখালী সদর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ বলেছে, রুবেল দুই বছর আগে বিয়ে করেছেন। তাঁর একটি সন্তানও রয়েছে। তাঁর স্ত্রী–সন্তান গ্রামের বাড়ি থাকেন।
মতিঝিল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, ফকিরাপুলে আবাসিক হোটেল আল–আকসার ছয়তলার ছাদে কর্মীদের থাকার একটি কক্ষ আছে। সেখানে গলায় গামছা বাঁধা অবস্থায় রুবেলকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ৯টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, রুবেল তাঁর ছোট ভাইয়ের সঙ্গে ফকিরাপুল এলাকায় থাকতেন। ওখানেই তাঁদের এক খালাতো ভাইয়ের প্রসাধনীর দোকানে কাজ করতেন তিনি। রোববার বিকেল পর্যন্ত দোকানেই ছিলেন তিনি। কোনো এক সময় হোটেলের ছাদের ওই কক্ষে যান। এরপরই উদ্ধার হয় তাঁর লাশ। ময়নাতদন্তের জন্য রুবেলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।