আমিন উদ্দিন নতুন এ্যাটর্নি জেনারেল
প্রকাশিত : 10:43 AM, 9 October 2020 Friday

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাবেক এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উত্তরসূরি হিসেবে বেছে নেয়া হয়েছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে। এ এম আমিন উদ্দিন হলেন বাংলাদেশের ১৪তম এ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রীমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বৃহস্পতিবার বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। ২৭ সেপ্টেম্বর রবিবার এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যান। মারা যাওয়ার পর ১২ দিন পর নতুন এ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হলো। ‘দি বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার-১৯৭২ এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট এ পদে নিয়োগ দিয়ে থাকেন। সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সুপ্রীমকোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করিবেন। তবে নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপতির সন্তোষ অনুয়ায়ী সময়সীমা পর্যন্ত এ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবে এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন।
এর আগে ১৩ এ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বপ্রথম ১৯৭১ সালে এ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এম এইচ খন্দকার। এরপর ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেন ফকির শাহাবুদ্দিন আহমেদ, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, মোস্তফা কামাল (পরবর্তীতে বিচারপতি, ১৯৭৭), ব্যারিস্টার রফিক উল হক, এ্যাডভোকেট আমিনুল হক, কেএস নবী, মাহমুদুল ইসলাম, এএফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার ফিদা এম কামাল, সালাহউদ্দিন আহমেদ এবং সর্বশেষ এ্যাডভোকেট মাহবুবে আলম (২০০৯-২০২০)।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।