আব্দুল কাদের মির্জা একজন মানবিক নেতা : বসুরহাট পৌরসভা আ’লীগের নেতৃবৃন্দ
প্রকাশিত : 06:55 PM, 14 September 2020 Monday

আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাট পৌরসভা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্তরে পৌরসভা আ’লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল খায়ের’র সঞ্চালনায় সভায় বক্তারা বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মিজাকে একজন জননন্দিত মানবিক নেতা ও পৌর পিতা হিসেবে আখ্যায়িত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে একজন মানবিক জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যে কোন সময় জনপ্রতিনিধি হিসেবে রাত দিন দায়িত্ব পালন করেছেন। সর্বদিক থেকে আব্দুল কাদের মির্জা পৌর পিতা হিসেবে অনন্য উচ্চতায়। সভায় বক্তারা আসন্ন পৌর নির্বাচনে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে পুনরায় নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আ’লীগের যুগ্ম-সম্পাদক নুর হোসেন ফরহাদ, মোশারেফ হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, বসুরহাট পৌরসভা মহিলা আ’লীগের সভাপতি পারভিন আক্তার মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুক্তা প্রমূখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।