আগামী ২৯ ডিসেম্বর থেকে মাস্কাটগামী বিমানের ফ্লাইট চলবে
প্রকাশিত : 09:09 AM, 28 December 2020 Monday

ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে আবারও চলাচল করবে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট।
আজ রবিবার (২৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীরা নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করবেন। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে তাদের আসন বরাদ্দ করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।