অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার’
প্রকাশিত : 11:34 AM, 14 May 2022 Saturday

জন্মদিনের পরের দিনই নিজ বাড়িতে মিললো দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানার মরদেহ। শুক্রবার কোঝিকোড় শহরের নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।
সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর স্বামীকে আটক করেছে পুলিশ।
অভিনেত্রীর মায়ের অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষবার ফোন করেছিলো। জন্মদিনে কী কী করলো, সব জানালো। বললো, শুক্রবার দেখা করতে আসবে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিলো সাহানা। তার পর হঠাৎ করে আত্মহত্যা করলো, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, সাজ্জাদ প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।