অনুমতির অপেক্ষায় ঝিনাইদহের বিনোদনকেন্দ্রগুলো
প্রকাশিত : 01:45 AM, 15 September 2020 Tuesday

সরকারি দেওয়া শর্ত মেনে পার্ক খুলতে প্রস্তুত ঝিনাইদহের বিনোদনকেন্দ্রগুলোর মালিকরা। ইতোমধ্যে পার্কে হাত ধোয়া, স্যানিটাইজার স্প্রে করা ও মাস্ক পড়া নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। শুধু অপেক্ষায় রয়েছেন জেলা প্রশাসনের অনুমতির। জানা গেছে, মহামারি করোনাভাইরাসের কারণে গত পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে ঝিনাইদহের বিনোদনকেন্দ্রগুলো। এতে লোকসান হয়েছে প্রায় কোটি টাকা। আর মানবেতর জীবন যাপন করছেন পার্কের স্থায়ী ও মৌসুমী ৩০০ কর্মী।
শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের মালিক মোয়াজ্জেম হোসেন জানান, দেশের অন্যান্য স্থানে পার্ক খুলে দিলেও ঝিনাইদহে এখনও বন্ধ রাখা হয়েছে। এতে পার্কের কর্মচারিরা চরম কষ্টে দিন যাপন করছে। তিনি বলেন, ‘পার্ক খুলে দেওয়ার ব্যাপারে সরকার যা নির্দেশনা দিয়েছে, তার সবগুলো মেনেই আমরা পার্ক চালু করব। ইতোমধ্যে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। পার্কে প্রবেশের সময় দর্শনার্থীরা যেন হাত ধুয়ে ঢুকতে পারে এ জন্য সাবান ও পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্যানিটাইজার স্প্রে করা হবে।’
তিনি জানান, আগামী চার মাস পার্কের যত দর্শনার্থী আসবে প্রত্যেককে টিকিটের সঙ্গে একটি করে মাস্ক বিনামূল্যে দেওয়া হবে। পার্ক দ্রুত খুলে দেওয়ার জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, পার্কের মালিকরা স্বাস্থ্যবিধি মেনে পার্ক চালুর ব্যবস্থা করলে দ্রুতই পার্ক চালুর অনুমতি দেওয়া হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।